অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

ভ্যাট ফাঁকির দায়ে জরিমানায় ১১ প্রতিষ্ঠান

ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ গতকাল পাঁচটি ওষুধসহ ১১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। মোট জরিমানার পরিমাণ ৫.০৯ লাখ টাকা। এই জরিমানা ভ্যাট ফাঁকির অতিরিক্ত হিসেবে গণ্য হবে। গত ৩১ জানুয়ারি রাত ২টায় গোপন সূত্রে প্রাপ্ত সংবাদ অনুযায়ী ঢাকা পশ্চিমের একটি দল মিরপুর ১১ নম্বর সেকশন থেকে একটি ট্রাক আটক করে। প্রাথমিকভাবে দেখা যায়, ওই ভ্যানে পাঁচটি প্রতিষ্ঠানের ওষুধ ও অন্যান্য পণ্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। এসব পণ্যের সপক্ষে কোনো বৈধ ভ্যাট চালান ইস্যু করা হয়নি। পরের দিন ১ মার্চ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়। গতকাল বিভিন্ন হারে জরিমানাসহ ফাঁকিকৃত ভ্যাট আদায় করা হয়। আটককৃত পণ্যের মোট মূল্য ৩৪ লাখ টাকা। আদায়কৃত ভ্যাটের পরিমাণ ৩.৭৬ লাখ টাকা ও জরিমানা ৫.০৯ লাখ টাকা।

ভ্যাটসহ আহরণকৃত জরিমানার পরিমাণ ৮.৮৫ লাখ টাকা। ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট আরোপিত জরিমানা ও প্রযোজ্য ভ্যাট পরিশোধের পর পণ্য ও ট্রাক ছেড়ে দেওয়া হয়।