প্রতি কর্মদিবসে গড়ে আট হাজার ই-রিটার্ন জমা পড়ছে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, প্রথম দিকে এটা ৫০০-৬০০ ছিল, শেষের দিকে এটি ৫০ হাজার থেকে এক লাখ হলেও অবাক হব না।
আয়কর তথ্যসেবা মাস-২০২৪ এর উদ্বোধন উপলক্ষে আজ রবিবার (৩ নভেম্বর) রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দেশের সব তফশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর আইন মেনেই করা হয়েছে।