
বর্তমান করনীতি ব্যবসা ও বিনিয়োগবান্ধব নয় বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। তাই এ নীতি সংস্কার করে ব্যবসাবান্ধব করার প্রস্তাব দিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এ সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমান ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংগঠনের বাজেট প্রস্তাব তুলে ধরেন। লিখিত এ প্রস্তাবনায় সংগঠনটি বলেছে, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক নীতি সহায়তা নিশ্চিত করতে হবে। কর্মসংস্থানের স্বার্থে বিনিয়োগ, দেশীয় শিল্প ও সেবা এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে কর যৌক্তিকভাবে কমিয়ে আনতে হবে।
এফবিসিসিআই করহার কমিয়ে আয়কর ও মূসকের আওতা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর আহ্বান জানিয়েছে। আমদানি পণ্যের শুল্কায়ন, পণ্য খালাস এবং সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ত্বরান্বিত করতে এসাইকুডা সিস্টেমের সার্বিক উন্নয়নসহ সিঙ্গেল উইন্ডো সংক্রান্ত কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি বিনিয়োগ বাড়াতে সুদের হার কমিয়ে আনার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়েছে এফবিসিসিআই। এ ক্ষেত্রে ব্যবসায়িক খরচ কমানোর বিষয়ে জোর দেওয়া হয়। এ ছাড়া রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নগদ সহায়তার বিকল্প সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম লিখিত প্রস্তাবনায় বলেন, বর্তমান করনীতি কোনোভাবেই ব্যবসা ও বিনিয়োগবান্ধব নয়। তাই এটি সংস্কারের মাধ্যমে ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন করতে হবে। এ ক্ষেত্রে সংগঠনটির প্রস্তাব হচ্ছে, তৈরি পোশাকশিল্পের জন্য উৎসে কর আদায়কে চূড়ান্ত কর আদায় হিসেবে গণ্য করে আগামী পাঁচ বছরের জন্য এ হার শূন্য দশমিক ৫ শতাংশ করতে হবে।